সে’নাবা’হিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হ’ত্যার আ’সামি টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমা’র দাশ ও তার স্ত্রী’র বি’রুদ্ধে দুদকের করা অ’বৈধ সম্পদ অর্জনের মা’মলা’টির এজাহারভুক্ত সম্পত্তি জ’ব্দ করার নি’র্দেশ দিয়েছে আ’দালত। রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ ও মহানগর দা’য়রা জজ শেখ আশফাকুর রহমানের আ’দালত দু’র্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে আ’দালত প্রদীপের জামিন আবেদনও নামঞ্জুর করেছে।
দুদকের আ’ইনজীবী কাজী সানোয়ার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আ’সামির পক্ষে আগের দিন জামিন আবেদন করা হয়েছিল। ওই আবেদনের শুনানি শে’ষে আজ আ’দালত তা নামঞ্জুর করেন। আম’রা আ’সামির এজাহারভুক্ত সম্পত্তি ক্রোকের আবেদন করেছি, আ’দালত তা মঞ্জুর করেছেন, প্রসেস হয়ে গেছে। এখন সেই সম্পত্তি জ’ব্দে আর কোনো বা’ধা নেই।’মা’মলার এজাহারে বলা হয়, নগরীর কোতোয়ালী থা’নার পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি প্রদীপ কুমা’র দাশ ‘ঘু’ষ ও দু’র্নীতির’ মাধ্যমে অর্জিত অর্থ গো’পন করার জন্য শ্বশুরের নামে নির্মাণ করেন বলে উল্লেখ করা হয়।পরবর্তীতে ওই বাড়িটি প্রদীপ দাশের শ্বশুর তার স্ত্রী’ চুমকি কারণের নামে দান করেন। দানপত্র দলিল হলেও বাড়িটি প্রদীপ দাশ ও তার স্ত্রী’ চুমকি কারণ কর্তৃক অর্জিত বলে মা’মলার এজাহারে উল্লেখ করা হয়।
আয়কর রির্টানে আ’সামি চুমকি কারণের কমিশন ব্যবসা এবং বোয়ালখালী উপজে’লায় ১০ বছরের জন্য লিজ নেওয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে তাও স্বামী প্রদীপ দাশের অ’পরাধলব্ধ অর্থ স্থা’নান্তর, রূপান্তর ও হস্তান্তরের উদ্যেশ্যে ভু’য়া ব্যবসা প্রদর্শন করে দেখানো হয়েছে বলে মা’মলায় উল্লেখ করে দুদক।এই মা’মলার আরেক আ’সামি প্রদীপ কুমা’র দাশের স্ত্রী’ চুমকি প’লাতক আছেন। রোববার আ’দালতে জা’মিন শুনানি হলেও আ’সামি প্রদীপ কুমা’র দাশকে আ’দালতে আনা হয়নি। তিনি কক্সবাজার কা’রাগারে আছেন বলে দুদকের আ’ইনজীবী জানিয়েছেন।
জানাগেছে, মা’মলা দা’য়েরের পর প্রথমে চট্টগ্রাম শহরের সদরঘাটে এক স্বজনের বাসায় কিছুদিন আ’ত্মগো’পনে থাকার পর চুমকি সী’মান্ত দিয়ে অ’বৈধ পথে ভা’রতে পা’লিয়ে গেছেন বলে স’ন্দেহ করছেন দুদকের একাধিক কর্মক’র্তা। এদিকে চুমকি কারণ যাতে দেশ ত্যা’গ করতে না পারেন সেজন্য ব্যবস্থা নিতে পু’লিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক।বিষয়টি নিশ্চিত করে দুদক’র পিপি মাহমুদুল হক বলেন, ‘সাবেক সে’না কর্মক’র্তা হ’ত্যাকা’ন্ডের জে’রে ব’রখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী’ চুমকি কারণ প’লাতক রয়েছেন। তিনি হয়তো অ’বৈধ পথে সী’মান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভা’রতে পা’লিয়ে গেছেন।’
দুদক পিপি মাহমুদুল হক জানান, অ’বৈধ সম্পদ অর্জনের মা’মলায় প্রদীপ কুমা’র দাশকে গ্রে’ফতার দেখাতে সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আ’দালতে আবেদন করেছে দুদক। একই মা’মলায় তার স্ত্রী’ চুমকি কারনের বিদেশযাত্রা ব’ন্ধেও ব্যবস্থা নিতে পু’লিশ সদর দপ্তরে চিঠি দেয়া হয়েছে।এর আগে ১৪ সেপ্টেম্বর টেকনাফের ব’রখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমা’র দাশকে চট্টগ্রামে দুদকের করা অ’বৈধ সম্পদ অর্জনের মা’মলায় গ্রে’ফতার দেখানো হয়। সেদিনই আ’সামির পক্ষে
জা’মিনের আবেদন করা হয়েছিল।ত ২৩ অগাস্ট দুদকের সমন্বিত জে’লা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে ওসি প্রদীপের অ’বৈধ সম্পদ অর্জনের অ’ভিযোগে মা’মলা করেন। মা’মলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী’ চুমকি কারণকেও আ’সামি করা হয়েছে।তাদের বি’রুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গো’পন ও মানিলন্ডারিংয়ের অ’ভিযোগ আনা হয়।