ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বদলে গেল বিপিএলের সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অসংগতির যেন শেষ নেই! টুর্নামেন্ট শুরুর আগ থেকেই আলোচনায় বিভিন্ন অসংগতি, এবার ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বদলে গেছে সময়সূচি, প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, এগুলো এগিয়ে আনা হয়েছে আধা ঘণ্টা করে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে টসের দেড় ঘণ্টা আগে জানানো হয়েছে এই তথ্য, পূর্বনির্ধারিত সূচিতে আজ উদ্বোধনী ম্যাচ শুরুর কথা

ছিল দুপুর আড়াইটায়, যেখানে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স, আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় টস হওয়ার কথা ছিল এই ম্যাচেরকিন্তু ম্যাচের দেড় ঘণ্টা আগে সূচি বদলে দেড়টায় অনুষ্ঠিত হয়েছে টস, টসে হেরে ব্যাট করছে চট্টগ্রাম, কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্সের মধ্যকার পরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়,

আরো পড়ুন; আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স, টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেট দলপতি মাশরাফি বিন মুর্তজা, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে চট্টগ্রাম ৪৭ রানেই হারিয়েছে ৫ উইকেট, দলীয় ১১ রানে ওপেনার মেহেদী মারুফের (১১)

রানআউটের মাধ্যমে চট্টগ্রামের বিপর্যয়ের শুরু, এরপর দারউইস রাসুলিকে মুশফিকুর রহীমের ক্যাচ বানান সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম ও উসমান খানকে সাজঘরে পাঠান রেজাউর রহমান রাজাপ্রতিবেদন লেখার সময় চট্টগ্রামের স্কোর ১১ ওভারে ৫ উইকেটে ৪৮ রান, আফিফ হোসেন ৯ ও উন্মুক্ত চাঁদ ১ রানে ব্যাট করছেন,