মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

কয়েকদিন আগেই দ্বিতীয় বিয়েবার্ষিকী পালন করলেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবার নাকি সুখবর দিতে যাচ্ছেন তারা! এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

সূত্রের খবর, বাবা-মা হওয়ার খবর জানাবেন নিক-প্রিয়াঙ্কা। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন এ জুটি। সেখানে নতুন একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। চিত্রায়ণের ফাঁকে বেবি প্ল্যান করছেন তারা।

গেল বছর জুলাইয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, এখনই সন্তান জন্ম নেওয়ার বিষয়ে কিছু ভাবছেন না তারা। বিবাহিত জীবন উপভোগ করতে চান আরও। তবে নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা বলছেন, এ বছর নতুন পরিকল্পনা করেছেন তারা। সে পরিকল্পনা অংশ হিসেবেই সন্তান নেওয়ার কথা ভাবছেন এ দম্পতি। যদিও এ ব্যাপারে এখনও মুখ খুলেননি নিক-প্রিয়াঙ্কা।

এদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা। ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘সিটাডেল’, ‘দ্য হোয়াইট টাইগার’ ও ‘উই ক্যান বি হিরোস’- সিনেমাগুলোতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের নতুন একটি সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আরও পড়ুন=ভৈরবের কুলিয়ারচর ব্রিজে পরকীয়ার সময় প্রবাসী স্বামী হাতে ধরা পড়ে স্ত্রী আয়েশা বেগম৷পরবর্তীতে ওই দিনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়ে যায়! শুরু হয় আলোচনা সমালোচনা৷তবে সারাদেশে এত আলোচনা সমালোচনার পরেও সেই স্ত্রী আয়েশার সঙ্গেই সংসার করবেন ওমান প্রবাসী জিহান!গতকাল ওমান প্রবাসী জিহান তার ফেসবুকে স্ত্রীকে নিয়ে একটি লাইভে বিষয়টি নিশ্চিত করেছেন৷ এসময় তারা দেশবাসীর কাছে তাদের দুইজনের জন্য দোয়া চেয়েছেন৷

এ সময় ওমান প্রবাসী জিহান বলেন,আমার স্ত্রী (আয়েশা) তার ভূল বুঝতে পেরেছে এবং সে আমার কাছে ক্ষ’মা চেয়েছে সাথে সে জীবন ভি’ক্ষা চেয়েছে৷আমার স্ত্রী ঘটনার দিন রোজা রেখে ছিল,আমি তাকে ক্ষ’মা করে দিয়েছি!আপনারা ক্ষমা করে দেন৷সেদিন আমাদের দুই জনের মধ্যেই ভূল ছিল৷আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল এবং একজনের পরিকল্পনা সম্পর্কে আরেক জনের কোন ধারণা ছিল না৷ আর পরে জানতে পারি, আমার স্ত্রী জানতেন এমডি রেজা আমার আইডি ছিল! আমি আমার ভূল বুঝতে পেরেছি এবং তাকে আমি ক্ষ’মা করে দিয়েছি!