মামুনুল হককে হুঁশিয়ারি নিক্সন চৌধুরীর

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।এ সময় তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি থানা পর্যায়ের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দিন। গভর্নিং বডির নির্বাচিত সদস্যদের মাধ্যমে মাদ্রাসা চালান। এসব

অর্থ কোথা থেকে আসে তা আমরা দেখতে চাই। জঙ্গি মামিনুল হকদের পাকিস্তানি টাকার উৎস বের করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। চৌধুরী নিক্সন বলেন, যখনই আমরা আন্দোলনে যাই, তখনই আমাদের থেমে যেতে হয়।

এবার আমাদের শপথ নিতে হবে, এই জঙ্গিবাদ থেকে চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করব। তাদেরকে তাদের দেশ পাকিস্তানে পাঠিয়ে দেবো।তিনি আরও বলেন, এ মঞ্চে এসে নিজেকে ছোট মনে হচ্ছে। প্রশাসনের লোক আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা কি ভীতু যে আমাদের প্রশাসনের লোক নিরাপত্তা দেবে? আমাদেরকে পাহারা দিতে হবে না। যদি পাহারা দিতে হয় জঙ্গি মমিনুল হকদের দেন। কারণ মুক্তিযোদ্ধা প্রজন্ম প্রস্তুত হচ্ছে আরেকটি যুদ্ধের জন্য।

আরও পড়ুন=আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতিটি কাজ তাঁর আদর্শ এবং রেখে যাওয়া পথ-পদ্ধতি সম্পর্কে একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জ্ঞ্যান থাকাটা খুব জরুরি। ঘুম বান্দার প্রতি আল্লাহ প্রদত্ত এক বিরাট নেয়ামত । সেই নেয়ামতের শোকর তখনই হবে, যখন আমরা আল্লাহর নেয়ামতকে রাসুলের (সা.) এর সুন্নাত মোতাবেক পালন করবো ।

এতে একদিকে আমাদের আমলের সাওয়াব লাভ হবে, নেয়মাতের শোকার আদায় হবে, একই সাথে আল্লাহ রাসুলের (সা.) এর নির্দেশনায় যে কল্যাণ রয়েছে, তা থেকেও বঞ্চিত হবো না ।হাদিসে বর্ণিত ঘুমানোর আগে যে-সব সুন্নাত রয়েছে, তা হলো- ১. ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া। ২. ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করে ঘুমানো। ৩. ঘুমের সময় ঘুমের দোয়া পাঠ করা।