সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসায় স্বামীর হাতে নি’হত গৃহবধূ তামান্না হ’ত্যার সাথে জ’ড়িত স্বামী আল-মামুন ও বাকি আসামীদের ধরিয়ে দিলে আ’মেরিকা প্রবাসী গো’লাপগঞ্জের কৃতি সন্তান সামাদ খাঁনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।
সামাদ খাঁন সিলেটের গো’লাপগঞ্জ উপজে’লার কৃতি সন্তান এবং যু’ক্তরাষ্ট্রে অবস্থিত ‘Halal GyroKing’র স্বত্বাধিকারী।শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে একটি অনলাইন চ্যানেলকে দেয়া স্বাক্ষাতকারে এ ঘোষনা দেন তিনি৷
তিনি বলেন, সিলেটের আ’লোচিত রায়হান হ’ত্যা মা’মলার প্রধান অ’ভিযু’ক্ত আসামী আকবরকে গ্রপ্তার করা হয়েছে। আকবরকে ধরতে জনগণ ও আইনশৃঙ্খলাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, আল-মামুনকেও ধরতে পু’লিশের জন্য তেমন কোন ব্যাপার নয়। আজ এতদিন হলেও মামুনকে গ্রে’ফতার করা সম্ভব হয়নি,তবে জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলাবাহিনী কিছু করতে পারবে না, তাই কেউ যদি মামুনকে যে কোন দিন ধরিয়ে দিতে পারেন তাহলে থাকে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দিব।
প্রসঙ্গত, সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে গত মাসের (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় দক্ষিণ সুরমা থা’নার লালাবাজার ইউনিয়নের ফুলদি এলাকার মে’য়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লা’শ উ’দ্ধার করে পু’লিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।