হবিগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী।
ধর্ষণের অভিযোগে করা এক মামলায় গত ১ ফেব্রুয়ারি ওই মক্তবের ওস্তাদ আহাদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বাংলানিউজকে এসব তথ্য জানান।
আহাদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আহাদ উত্তর বামকান্দি জামে মসজিদের মক্তবের ‘ওস্তাদ’। গত বুধবার ভোরে উত্তর মকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একটি ছাত্রী সেখানে আরবি পড়তে যায়। এ সময় ‘ওস্তাদ’ ইয়াকুব তাকে ধর্ষণ করেন। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন গিয়ে আহাদকে আটক করে সদর মডেল থানায় খবর দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।