১-ভাস্কর্য স্থাপনে ইসলামের কোনো বিধি নিষেধ নেই বলে মন্তব্য করেছেন হাক্কানী আলেম সমাজ নামে একটি সংগঠনের নেতারা। তারা বলেন, ভাস্কর্য এবং মূর্তি দুটো আলাদা জিনিস। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন হেফাজত নেতারা। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা
বলেন। সংবাদ সম্মেলনে অংশ নেন কয়েকজন ধর্মীয় আলোচক। তারা বলেন, এ জাতির প্রতি বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করিয়ে দেওয়ার অংশ হিসেবেই তার ভাস্কর্য স্থাপন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ২-তারা আরও বলেন,
ভাস্কর্য অনেক সময় চেতনাকে বাড়িয়ে দেয়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পদ্মা সেতু যেটা আগে আমরা কল্পনাও করতে পারিনি, সেটাও এখন বাস্তব। ভাস্কর্যকে উপাসনা করলে সেটা শিরক হবে। আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তিকে ইবাদত করা হয়, ভাস্কর্যকে না। সুত্রঃ সময়
আরও পড়ুন=বড়দিনকে সামনে সুইডেনের বর্ণিল সাজ। করোনা মহামারির মধ্যেই চলছে আরও নানা প্রস্তুতি। তবে সংক্রমণ বেড়ে চলায় সরকারের পক্ষ থেকে বড়দিনের উদযাপন নিয়ে আলাদাভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যা আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে দল বেধে নয় বরং অতিপ্রয়োজনীয় কেনাকাটা একাই করার আহ্বান জানিয়েছে সরকার।
চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করাসহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়া সত্ত্বেও সংক্রমণ এখনো বেড়েই চলছে সুইডেনে। এদিকে করেনার প্রকোপ ঠেকাতে প্রথমবারের মতো রাজধানী স্টকহোমে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে বর্ণিল সাজে সাজলেও নেই উৎসবের সেই চিরচেনা আমেজ। জনগনকে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে বড়দিন উৎযাপনের পরামর্শ বিশেজ্ঞদের।