আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে বিএনপি।সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’
স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব।’
ওবায়দুল কাদের বলেন, ‘আজ সেই দিন, ১৪ ডিসেম্বর। ১৬ ডিসেম্বরের আগে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয়ের মুখে এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে। এটা মেধা ও মননের ওপর আঘাত। জাতিকে মেধাশূন্য করার জন্য আঘাত করা হয়েছিল।’
আরও পড়ুন=ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা বন্ধ পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চালু করে কর্তৃপক্ষ।তিনি জানান, কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এরপর একযোগে শিমুলিয়া ঘাট থেকে পাঁচটি ফেরি বাংলাবাজারের ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সোমবার ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সে সময় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলো বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে নৌ চলাচল স্বাভাবিক হয়।