ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম

ভাসানচরে আশ্রয় নেওয়া মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে এলো তৃতীয় সন্তান। আর ভাসানচরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু। আজ শুক্রবার কাশেম মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি খুবই খুশি। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে সাত পাউন্ড। আমার মা ছেলের নাম রাখবেন।’

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে পালিয়ে আসেন কাশেম ও রাবেয়া। গত ৪ ডিসেম্বর তাদের নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়।

কাশেম ও রাবেয়ার প্রথম সন্তানের জন্ম হয় মিয়ানমারে। দ্বিতীয় সন্তানের জন্ম হয় কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) পরিচালক কমোডর এএ মামুন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি আসলে চমৎকার অনুভূতি, বিজয়ের মাসে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আমরা কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করতে পেরেছি। নতুন শিশুর জন্মের বিষয়টি আরও আনন্দের। এখনো শিশুটির নাম রাখা হয়নি।’

আরও পড়ুন=শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার বিপক্ষে ২ রানে জিতে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জয়ে প্লে অফের আগেই বিদায় নিল রাজশাহী। বরিশালের আগেই প্লে অফ নিশ্চিত করে চট্টগ্রাম, খুলনা ও ঢাকা।

শনিবার মিরপুরে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে প্রতিপক্ষ ঢাকার ৬২ রানে তিন উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল বরিশাল। তামিমদের সেই জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন ঢাকার ওপেনার নাঈম শেখ।

এই তারকা ওপেনার চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৯ বলে ১১০ রানের জুটি গড়েন। তাদের এই জুটি ভাঙতেই হিমশিম খেতে হয় বরিশালের খেলোয়াড়দের। এ জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নাঈম শেখ।