রাজধানীর গুলিস্তানের জিপিওতে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে কতজন আটক হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (১৪ ডিসেম্বর) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।এর আগে সরকারের
পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় মুক্তাঙ্গনসহ আশপাশের পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।
আশেপাশে ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন=দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম।সোমবার আপিল বিভাগে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়নের (বিউটি বেগমের নিয়োগের তথ্য) কথা লিখিতভাবে জানান তৎকালীন মহাপরিচালকসহ পাঁচ কর্মকর্তা।এরপর বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করেন।আদালতে বিউটি বেগমের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম
আলতাফ হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।আলতাফ হোসেন জানান, ২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিউটি বেগম নিয়োগ না পেয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন। মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী বিউটি বেগমকে নিয়োগ দিতে