ফের সড়কে ঝড়ে গেল ১০টি তরতাজা প্রাণ

ভারতের রাজস্থানের চিতোরগড় শহরে দুই গাড়ির মুখোমুখি সং`ঘর্ষে অন্তত ১০ জন নি`হ`ত হয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ দু`র্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আ`হ`ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যা`ত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল।

উ`দয়পুর-নি`ম্বাহেড়া স`ড়ক দিয়ে আসার সময়ে ওই জি`পটিকে স`জোরে ধা`ক্কা মা`রে উ`ল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার (বড় ধরনের ট্রাক)। এতে জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চিতোরগড়ের দু`র্ঘটনার কথা শুনে অত্যন্ত ম`র্মাহত। যারা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাদের সমবেদনা জানাই। যারা আ`হত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।

আরও পড়ুনঃতামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ও বাঁহাতি এই ওপেনার শনিবার (১২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

পোস্টে জানিয়েছেন, আউট হওয়ার পরপরই শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়ায়, দ্রুত হোটেলে ফেরেন তিনি। এরপর ম্যাচে তার পরিবর্তে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ।নিজের পোস্টে তামিম লিখেছেন, ‌‌গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম।

বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।

উল্লেখ্য, শনিবারের ম্যাচে তামিমের দল ফরচুন বরিশাল ২ রানে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। বাঁচা-মরার এই এলিমিনেটর ম্যাচে বরিশালের হয়ে শেষ পর্যন্ত তামিম খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দলে।ঢাকার বিপক্ষে ম্যাচটিতে অবশ্য ২ রানের জয় পেয়েছে বরিশাল। অসুস্থতা নিয়ে ওপেনিংয়ে নেমে ১৭ বলে ২ চারে ১৯ রানে সাজঘরে ফেরেন তামিম।