অভিনেতা স্বামী শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এই নোটিশ ইস্যুর বিষয়টি নিয়ে পরীমণি ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। সেখানে রাজের ব্যাপারে তার কয়েকটি অভিযোগ ছিল। এসব নিয়ে এত দিন মুখ খুলেননি শরিফুল রাজ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদমাধ্যমের সঙ্গেএসব নিয়ে কথা বলেন তিনি। সেখানের রাজ জানান, পরীর সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ বলে কবুল করেছেন তিনি।
পরীমণির পাঠানো ডিভোর্সের নোটিশটি পেয়েছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, আমি বিষয়টি শোনার পর আমার ম্যানেজারের মাধ্যমে নোটিশটি সংগ্রহ করিয়ে নিয়েছি। পড়েও দেখেছি।
বিচ্ছেদের নোটিশে যেসব কারণ তুলে ধরেছেন পরীমনি, সেসবে আপনার দ্বিমত আছে কিনা জানতে চাইলে রাজ বলেন, ‘পরীমনি যা যা বলেছে, একদমই ঠিক। পুরোপুরি সত্য। সবকিছু আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ!’
বিচ্ছেদের বিষয়ে কী বলার আছে? জবারে রাজ বলেন, ‘নোটিশ আমি গ্রহণ করে নিয়েছি। আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যা হওয়ার হবে। উইথ ডিউ রেস্পেক্ট, এই সময়ের মধ্যে যা হবে, সেটাই আমি মেনে নেব। পরীর সিদ্ধান্তের সঙ্গে থাকতে চাই। তার সিদ্ধান্তকে আমি সম্মান করছি। আমাদের তো আসলে অনেক দিন ধরেই সমস্যা হচ্ছিল। আজ হোক বা কাল, সম্পর্কটা হয়তো টিকত না।
‘বিয়ের কিছুদিন পরই আমাদের মধ্যে সমস্যা শুরু হয়। আমার মনে হয়, দুজনেরই বোঝাপড়ার বিরাট সমস্যা আছে। থ্যাংকস যে আমরা দুজনই এটা বুঝতে পেরেছি। এখন পরী যে পদক্ষেপটা নিয়েছে, সেটার সঙ্গে আমি আন্তরিকভাবে একাত্মতা পোষণ করছি। আলহামদুলিল্লাহ কবুল বলছি।’