দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধ’র্ষণ ও নারী নি’র্যাতনের ভ’য়াবহ ঘটনা। নৃ’শংসতায় একটি ছেড়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আ’তঙ্কের সৃষ্টি করছে। প্র’তিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। দেশের তারকাঙ্গনের বড় অংশ নিশ্চুপ থাকলেও কেউ তো মুখ খুলেছেন।
যেমন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধ’র্ষণ করতে পারে না, ধ’র্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা….। মৃ’ত্যুদ’ণ্ড এদের জন্য যথেষ্ট নয়..। প্রকাশ্যে এই অমানুষ গুলোর লিঙ্গ শরীর থেকে কে’টে আলাদা করে দেয়া হোক…..।যাতে লিঙ্গের ও’পর শয়তান মাথার
কোন অধিকার না থাকে…তাহলেই এই ব’র্বরতা থেমে যাবে… এই ক’ঠোর শা’স্তি প্রয়োগে মা’নবাধিকারের কোন মায়া কা’ন্না আমরা শুনতে চাই না…সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই…শা’স্তি হোক দৃষ্টান্তমূলক….এর বাইরে কোন কথা নাই….হোক প্র’তিবাদ…।’
আরো পড়ুন…সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। তার তথ্যমতে, আজকের একনেকে তিনটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন)’ প্রকল্প। সংশোধনীতে প্রকল্পের খরচ বাড়ানো হয়েছে। সময় একই রয়েছে। সংশোধনীতে ৪৯১ কোটি ৩৪ লাখ থেকে খরচ বেড়ে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে। ২০১৮ সালের জানয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।