দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত চার

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মেইন বিচ নামের একটি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুইটি হেলিকপ্টারে মোট ৯ জন যাত্রী ছিলেন জানিয়ে কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, এ ঘটনার তদন্ত করবে তারা।

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওরেল জানান, একটি হেলিকপ্টার টেকঅফ করছিলো ও অন্যটি অবতরণ করছিলো। এমন সময় তাদের মধ্যে সংঘর্ষ ঘটে।

নিহত ও গুরুতর আহতদের সবাই একই হেলিকপ্টারের যাত্রী বলেও জানিয়েছেন তিনি।

ওরেল বলেন, দুর্ঘটনাস্থলটি বালুবেষ্টিত এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে জরুরি সহায়তা কর্মীদের পৌঁছাতে বেগ পেতে হয়েছে।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, সিওয়ার্ল্ড রিসোর্টের সামনে বিধ্বস্ত একটি হেলিকপ্টারের চারদিকে ধংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আরও পড়ুন: অতিথিকে ভুলক্রমে হত্যার পর হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

অন্য হেলিকপ্টারটির গায়ে সিওয়ার্ল্ড রিসোর্টের লোগো দেখা যায়। তবে সেটি শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করতে পেরেছে।

দুর্ঘটনার পর আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়ে চালক ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।