দুই নারীকে ধ”ণ করে গ্রে’ফতার সৌদিপ্রবাসী

সাভারে পৃথক এলাকায় এক গৃ’হবধূ ও এক কি’শোরীকে ধ”ণের ঘটনায় পৃথক দুটি মা’মলা দা’য়ের হয়েছে।পুলিশ অ’ভিযান চা’লিয়ে গৃ’হবধূকে ধ”ণের অ’ভিযোগে মিজানুর রহমান নামে এক সৌদি প্রবাসীকে গ্রে’প্তার করে আ’দালতে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় ভু’ক্তভোগী গৃ’হবধূ ও ধ”ণের শি’কার কি’শোরীর মা বা’দী হয়ে পৃথক দুটি মা’মলা দা’য়ের করেছেন। থানা পুলিশ

জানায়, বেশকিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্র ধরে সৌদি প্রবাসী মিজানুর রহমানের সাথে এক গৃ’হবধূর পরিচয় হয়। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরে এসে ওই গৃ’হবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলে।

একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের একটি ভাড়া বাড়িতে নিয়ে একাধিকবার ধ”ণ করেন মিজানুর। এ ঘটনায় প্র’তারণা ও ধ”ণের অ’ভিযোগ এনে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় একটি মা’মলা দা’য়ের করেন ভু’ক্তভোগী গৃ’হবধূ।পরে

রাতেই পুলিশ অ’ভিযান চা’লিয়ে সাভারের পূর্ব রাজাশন এলাকা থেকে অ’ভিযুক্ত মিজানুর রহমানকে গ্রে’প্তার করে থানায় নিয়ে আসে।অন্যদিকে সাভারের কাউন্দিয়া এলাকায় ১৩ বছরের এক কি’শোরীকে অ’পহরণের পর বগুড়ায় নিয়ে আ’টকে রেখে ধ”ণের অ’ভিযোগে রেজাউল নামের এক যুবকের বি’রুদ্ধে সাভার মডেল থানায় পৃথক একটি মা’মলা দা’য়ের করেছেন ভু’ক্তভোগী কি’শোরীর মা আশুরা বেগম।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ত’দন্ত) সাইফুল ইসলাম বি’ষয়টি নিশ্চিত করে বলেন, ধ”ণের অ’ভিযোগে গ্রে’প্তারকৃত সৌদি প্রবাসী মিজানুর রহমানকে শুক্রবার দুপুরে আ’দালতে পাঠানো হয়েছে। এছাড়া কি’শোরীকে অ’পহরণ করে ধর্ষনকারী রেজাউলকে গ্রে’প্তারে অ’ভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সূত্রঃ দেশ রুপান্তর