তিন বোনের এক স্বামী

এক স্বামীর তিন স্ত্রী। তারা আবার সহোদর। একসঙ্গে মিলেমিশেই সংসার করেন তারা। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের। তিন বোনের একসঙ্গে করবা চৌথ ( সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা ) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই।

উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার বাসিন্দা কৃষ্ণ’র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিটি।তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সবাই। প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে।

কাঁসিরাম কলোনিতে তাদের সংসার।তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা। কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না।ওই আত্মীয়ের কথায়, ‘ওই তিনজনই স্নাতক। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। আমরাও ভেবেছিলাম এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল!’

কিন্তু একসঙ্গে তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয়স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন আরও পড়ুনঃ মোশাররফ করিম, দেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় ও উচ্চারণ দক্ষতা অভিনয়জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছে। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক পর্বের নাটক, ধারাবাহিক ও মেগাধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

অসংখ্য ভক্ত রয়েছে এ অভিনেতার। সকল পেশার মানুষ তার অভিনয় মুগ্ধ হয়েছেন। রাজনীতিবিদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীও মোশাররফ করিমের ভক্ত।ফরিদপুর-৪ আসনের এ সংসদ সদস্য শনিবার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি তার ভক্ত।’

এদিকে নিক্সন চৌধুরীরও রয়েছেন দেশব্যাপী অসংখ্য ভক্ত-অনুরাগী। নিক্সন চৌধুরী ও মোশাররফ করিমের ছবির নিচে এরই মধ্যে অসংখ্য কমেন্টস করেছেন ভক্তরা।বিদুৎ রায় নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমিও তার ভক্ত। তার মতো অভিনেতা দু-চার যুগ পরে পরে জন্মায়। আপনিও খুব প্রিয় মানুষ ভাই, প্রিয় নেতা, প্রিয় মানুষ।’ রুপা মনির হোসেন নামের একজন লিখেছেন, ‘দুজন মানুষ আমার অনেক পছন্দের। তারা দুজন দুই ভুবনের বাসিন্দা। অনেক সুন্দর লাগছে বস আপনাদের। দোয়া ও শুভকামনা রইল।’

১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকে প্রথম অভিনয় করেন মোশাররফ করিম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ দাপুটে অভিনেতা। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি।