দীর্ঘদিন মুঠোফোনে কথাবার্তা বলার পর এক তরুণীকে কুয়াকাটায় নিয়ে যায় আল আমিন নামের এক যুবক। দুজন সারারাত একসঙ্গে কা’টিয়ে সকালে অ’ভিযো’গ উঠেছে ধ’ ‘র্ষ ‘ণের।শনিবার রাতে পটুয়াখালির কুয়াকাটায় সোনার বাংলা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
রোববার সকালে ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় দুইজনের নামে ধ ‘র্ষ’ ণ মা’মলা করেছেন। এ ঘটনায় পুলিশ ধ’ র্ষ’ ণে সহ’যো’গী শামিম নামের এক যুবককে গ্রে’ফতার করে আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, অ’ভিযু’ক্ত আল আমিন মহিপুর থানার সদর ইউনিয়নের মহিপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। স’হযো’গী শামিম মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হোটেল মালিক দেলোয়ারের ‘পুত্র।
মামলা এজাহারসূত্রে জানা গেছে, দীর্ঘ সাত মাস ধরে বিয়ের প্র’লোভ’নে ওই নারীকে ধ ‘র্ষ’ণ করে আসছে আল আমিন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কুয়াকাটার সোনার বাংলা হোটেলের ১০৪ নস্বর কক্ষে নিয়ে তাকে ধ ‘র্ষ’ ণ করে সে।
ধ’ র্শ’ণের পর বাহির থেকে দরজা আ’টকে পা’লিয়ে যায় আল আমিন। পরে ওই নারী পরিবারের সাথে যোগাযোগ করলে তারা এসে উ’দ্ধা’র করে। এ প্রসঙ্গে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, অ’ভিযু’ক্ত আল আমিনকে গ্রে’ফতারের চেষ্টা অব্যাহ’ত আছে।