না জানিয়ে ছেলেকে খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মারিয়া মিম। শনিাবর (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। যার নম্বর ৮১৮।সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মারিয়া মিম সময় নিউজকে বলেন, দেখা যাক কী হয়। আমি এখন একটু ব্যস্ত আছি। এ বিষয়ে ফ্রি হয়ে কথা বলব।
এদিকে সাধারণ ডায়েরির বিষয়টি নিউজে দেখেছেন সিদ্দিক। এ প্রসঙ্গে জানতে চাইলে সময় নিউজকে তিনি বলেন, আমার কোনো ভাবনা নেই, চিন্তাও নেই। আমি একটা সুন্নত কাজ সারছি। যদি এর জন্য জেল-ফাঁসি হয় দেশে তাহলে তো মেনে নিতে হবে, উপায় নাই। বাবা হিসেবে সন্তানের একটা সুন্নত কাজ সারছি, সেটার জন্য যদি ফাঁসি হয় তাহলে তো আমি খুশি। কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। আমি যদি আবার বিয়ে করি তাহলেও তো মনে হয় তাতেও বাধা দেওয়া হবে।
বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি উল্লেখ করে অভিনেতা সিদ্দিক আরও বলেন, ওর মাকে বারবার বলার পরও কাজটি করে নাই। আমার বাচ্চার বয়স ৮ বছর হয়ে গেছে। এখনই সুন্নত কাজ না সারলে আল্লাহ নারাজ হবেন। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।
২০১২ সালে ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। পরের বছর ২৫ জুন পুত্র সন্তান আসে এ দম্পতির ঘরে। মিমকে মিডিয়ায় কাজ করতে বাধা দেওয়ায় শুরু হয় তাদের মধ্যে মনোমালিন্য। তার জেরে ২০১৯ সালের অক্টোবরে বিচ্ছেদ ঘটে তাদের। তারপর থেকে নিয়ম অনুযায়ী বাবা ও মায়ের কাছেই থাকছিল আরশ রহমান।