চালক ফোনে ব্যস্ত, গাড়ি ঢুকল দোকানে

সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশা সেতুর মুখে রেখে গাড়ি থেকে নেমে চালক ফোনে কথা বলছেন। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেন তার গাড়ি একটি দোকানের ভেতরে ঢুকে গেছে।এ সময় গাড়ির চালককে খুঁজতে থাকেন জনতা। সেখানে গিয়ে চালক বলেন গাড়িটি আমার। জনতা ওই চালকের ওপর ক্ষিপ্ত হলেও পুলিশের জন্য বেঁচে যান।

আর অল্পের জন্য অনেক পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা রক্ষা পান। বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ২টার দিকে সিলেট শহরের ভূঁইয়া পাম্প থেকে যাত্রী নিয়ে বিশ্বনাথে যায় সিএনজিচালিত ওই অটোরিকশাটি। বাসিয়া সেতুর মুখে গাড়িটি দাঁড় কারিয়ে চালক সাইফুল ইসলাম (২৬) যাত্রী নামিয়ে দিয়ে তিনিও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান।

গাড়িটি গিয়ারে থাকার কারণে চালক না থাকলেও সেটি গিয়ে ব্ল্যাক ডায়মন্ড কাপড়ের দোকানের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম দাবি করেন।বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে থানায় নিয়ে আসে। দোকানের মালিককে নিয়ে বিষয়টির মীমাংসা করা হবে।

দৃষ্টি আকর্ষণ এই সাইটে সাধারণত আম’রা নিজস্ব কোনো খবর তৈরী করি না..আম’রা বিভিন্ন নিউজ সাইট থেকে খবরগুলো সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি..তাই কোনো খবর নিয়ে আ’পত্তি বা অ’ভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।