করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন, শনাক্ত একশ’র নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কারও মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে। দেশে নতুন করে ৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ২৭ হাজার ৪১৮ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৬ লাখ ৬৬ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৭৮৮ জন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আগেরে দিন বুধবার (২৩ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছিলেন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ২৯১ জন। রাশিয়ায় মারা গেছেন ৪২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৮২৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ৭২৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ৩৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ২৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৩০৫ জন।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৬৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬১ জন এবং মারা গেছেন ৮৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ১৫৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৭৬ জন এবং মারা গেছেন ১৫৯ জন। এ ছাড়া ফ্রান্সে ১০১ জন, যুক্তরাজ্যে ১৯৪ জন, পোল্যান্ডে ১২৪ জন, হাঙ্গেরিতে ৪২ জন, হংকংয়ে ২০৫ জন, আর্জেন্টিনায় ৭৭ জন, ইরানে ৬৭ জন, মালয়েশিয়ায় ৬৫ জন, ইউক্রেনে ৬৪ জন, মেক্সিকোতে ১২ জন এবং থাইল্যান্ডে ৮০ জন মারা গেছেন।