টেকনাফ থা’নার ব’র’খাস্ত ভা’রপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) প্র’দীপ কুমার দাসের ই’য়া’বা বা’ণিজ্যের কথা জেনে যাওয়ায় মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে ‘হ’ত্যা’ করা হয়।হ’ত্যা’র পর বাহারছড়া ক্যা’ম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ বাকি আ’সা’মি’দের নিয়ে মা’দ’ক উ’দ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ।’রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের লি’গ্যা’ল অ্যা’ন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে’ফটে’ন্যা’ন্ট ক’র্নেল আশিক বিল্লাহ।
এদিন সিনহা হ’ত্যা’য় ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনের বিরুদ্ধে চা’র্জশি’ট জমা দেয়া হয়েছে। কক্সবাজারের সিনিয়র জু’ডিশি’য়াল ম্যা’জিস্ট্রেট আ’দালতে প্রতিবেদনটি দাখিল করেন র্যাব-১৫ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম। অ’ভিযু’ক্তদের মধ্যে ১৪ জন কা’রাগারে এবং এক’জন
প’লাতক।দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর আলোচিত মা’ম’লাটি ত’দন্ত’ শেষে প্রতিবেদন জমা দেয়া হলো আজ।প্রতিবেদন জমা দেয়ার পর আদালত এলাকায় এএসপি মো. খায়রুল আলম বলেন, ‘সিনহা হ’ত্যা মামলাটি আমরা নানাভাবে ত’দন্ত করেছি। ত’দন্তে পাওয়া তথ্যগুলো সাজিয়ে চা’র্জশি’ট হিসেবে জমা দেয়া হয়েছে। গণমাধ্যমকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।’
তিনি আরও বলেন, ‘হ’ত্যার’ ঘটনা ত’দন্তে নেমে র্যাব এ ঘটনায় ১৫ জনের সংশ্লিষ্টতা পেয়েছে। অ’ভি’যুক্তদের মধ্যে ব’রখা’স্ত হওয়া ওসি প্রদীপসহ ১৪ জন কা’রা’গারে। সাগর নামের ওসি প্রদীপের এক সহযোগীকে প’লা’তক দেখানো হয়েছে।’মা’ম’লার ত’দন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মা’ম’লায় টেকনাফ থা’নার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত
আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের তিনজন এবং স্থানীয় তিনজনসহ মোট ১৪ জনকে অভিযুক্তের পর গ্রে’ফ’তার করা হয়েছে।