এবার স্ত্রীর অন্তঃসত্ত্বা খবরে বিব্রত জাস্টিন বিবার

হলিউডের পপ তারকা জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইন। অনেকদিন থেকেই তাদের দুজনকে নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে গুঞ্জনই সত্যি হয়ে প্রকাশ্যে আসে। ২০১৮ সালে নিউইয়র্কের একটি আদালতে অনেকটাই চুপিসারে বিয়ে করে ফেলেন এই দম্পতি। কিন্তু তাদের বিষয়টি জানাজানি হয় অনেক পরে।

যদিও বিয়ের আগেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। যা ছিল একেবারেই গোপনে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার বিয়ে হয় এই তারকা দম্পতির। কিন্তু এবার আর সেটি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেন জাস্টিন বিবার-হেইলি ব্যাল্ডউইন শন মেন্ডেস ।

জাস্টিন বিবার এর আগে (২০১৩) সেলিনা গোমেজের সঙ্গে সম্পর্কে ছিলেন। অন্যদিকে হেইলি ব্যাল্ডউইন শন মেন্ডেসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেও গুজব রটেছিল। অবশেষে সব গুজবকে পেছনে ফেলে জাস্টিন ও হেইলি বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতিকে নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর, সম্প্রতি হঠাৎ করে আবারো গুজব রটে হেইলি অন্তঃসত্ত্বা। শেষ পর্যন্ত হেইলি একটি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলে দেন যে, ‘আমি গর্ভবতী নই। সুতরাং দয়া করে আপনার আমাকে নিয়ে মিথ্যা গল্প লেখা বন্ধ করুন। আর এখন

নির্বাচন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই সেদিকেই মনোনিবেশ করুন।’স্ত্রী অন্তঃসত্ত্বা খবরে বিব্রত হয়েছেন জাস্টিন বিবার। জাস্টিন বিবারও এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন।