এবার রাখাইনে সু চি’র ভরাডুবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে রাখাইনদের দল আরাকান ন্যাশনাল পার্টির (এএনপি) কাছে অং সান সু চির দল এনএলডি পরাজিত হয়েছে। রাখাইনে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ বাতিল হওয়ায় রোববার এ রাজ্যের ২৮ আসনে ভোট হয়।

মিয়ানমারের অন্যান্য অঞ্চলে এনএলডি জয় পেলেও রাখাইনে তারা হেরে যায়।এই রাজ্যে গত কয়েক বছর ধরে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরকান আর্মি’র যুদ্ধ চলছে। আরকান আার্মি’র ভয়ে এবার উত্তরাঞ্চলীয় নয়টি শহরের নির্বাচন বাতিল করেছে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন(উইইসি)।

দক্ষিণ রাখাইন ও এর রাজধানী সিটওয়ে শহরেও সীমিত আকারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানকার ১৬ লাখ ভোটারদের মধ্য থেকে মাত্র ২৫ ভাগ ভোটারদের ভোট প্রয়োগের অনুমতি ছিল।প্রাথমিক ফলাফল অনুসারে, রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউ এন পি পু রোববার ২ নং গওয়া আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। তবে এনএলডি রাখাইনের তাংগ, রামারি ও মানাং শহরে তাদের আসন হারিয়েছে, যা ২০১৫ সালে ক্ষমতাসীন এনএলডি ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

আরও পড়ুন=প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন বিরাট কোহলি। জীবনের এই বিশেষ সময়ে স্ত্রী আনুশকা শর্মার পাশেই থাকবেন ভারতীয় ক্যাপ্টেন। যে কারণে এই শীতে অস্ট্রেলিয়া সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজের তিনটিই মিস করবেন এ ক্রিকেট সুপারস্টার।প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর। এই ম্যাচ খেলেই ঘরে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি।উল্লেখ্য, কোহলি পত্নী জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জানুয়ারিতে মা হতে যাচ্ছেন। ৩২ বছরের এ তারকা ক্রিকেটারকে উপহার দিতে চলেছেন ফুটফুটে এক শিশু সন্তান। পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর সময় ক্রিকেটের ব্যস্ততা দূরে ঠেলে প্রিয় সহধর্মিণী আনুশকার সঙ্গেই সময় কাটাবেন কোহলি।

অস্ট্রেলিয়ায় পৌঁছলে প্রত্যেককে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। স্বাস্থ্যবিধির এ কঠিন নিয়ম কোহলির জন্য পুনরায় দলে যোগ দেওয়াটা অসম্ভব করে দিয়েছে।দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু হবে ২৬ ডিসেম্বর। তার পর সিডনিতে তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি। সিরিজের শেষ টেস্ট ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ব্রিসবেনে।অবশ্য টেস্ট সিরিজের আগে হতে যাওয়া তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে যথারীতি খেলবেন কোহলি।