প্রেমিক-প্রেমিকাদের একসঙ্গে অবস্থানের ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না সংযুক্ত আরব আমিরাতে (ইইউ)। এমনকি মদ্যপানের ক্ষেত্রেও দেশটির আইনে আনা হয়েছে শিথিলতা। গত শনিবার (৭ নভেম্বর) ইসলামি আইনে বেশকিছু শিথিলতার ঘোষণা দেয় দেশটি।





এছাড়া পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে পুরুষদের যে একচ্ছত্র ভূমিকা ছিল-তারও পরিবর্তন আনা হয়েছে। ফলে দেশটিতে নির্যাতনের প্রতিবাদস্বরূপ পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলাও করতে পারবেন নারীরা। জানা যায়, আইন ও বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজলভ্য করার ওপর জোর দিচ্ছে দেশটির সরকার। সেজন্যই ঢালাওভাবে এ আইনি সংস্কার করেছে তারা।





এদিকে আইনের এ ঢালাও সংস্কারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল কাবি। বহুবছর ধরে জেন্ডার ও সমকামীদের নিয়ে কাজ করা এ চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘প্রগতিশীল ও প্ররোচক সংস্কারগুলোর কারণে এরচেয়ে বেশি খুশি হওয়া সম্ভব নয়।’দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনালের মতে, আইনি এ সংস্কারের ফলে প্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের জন্য লিভ-টুগেদারে নিষেধাজ্ঞা, অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পণ্য ঘরে রাখা কিংবা কেনা-বেচার ক্ষেত্রে লাইন্সেস বহনের মতো বিষয়গুলোতে শিথিলতা আনা হয়েছে।





আরও পড়ুন=শেষ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। দুবাইয়ের গ্র্যান্ড ফাইনালে শিরোপার লড়াইয়ে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও শ্রেয়াস আইয়ারের দিল্লী ক্যাপিটালস।প্রথম কোয়ালিফায়ারে এই দিল্লীকেই ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠে আসে মুম্বাই। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৭ রানের জয়ে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দিল্লী। উপভোগের মন্ত্রে আজ আরও একটি ইতিহাস গড়তে চান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই অধিনায়ক রোহিতের চোখে রেকর্ড পঞ্চম শিরোপার স্বপ্ন। মরুর দেশ আমিরাতে করোনাকালের বহুল আলোচিত আসরে শেষ হাসি হাসবে কারা, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারই ফয়সালা হবে আজ।





গতবার ফাইনালে চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছিল মুম্বাই। আইপিএলে আগের ১২ আসরের চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে- রাজস্থান (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮), কলকাতা (২০১২, ২০১৪), মুম্বাই (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) ও হায়দরাবাদ (২০১৬)। এবার নিয়ে তৃতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। এর আগে ভারতে জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় (সম্পূর্ণ আসর) এবং ২০১৪ সালে আমিরাত (২০টি ম্যাচ) ও ভারতে (৩৬টি ম্যাচ) যৌথভাবে হয়েছিল আইপিএল।




