এক যুগ আগের মা’মলায় শেষ পর্যন্ত ফেঁ’সে যাচ্ছেন হাজী সেলিম

ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের ১৩ বছর দ’ণ্ডাদেশ দেয়া মা’মলার বিচারিক আ’দালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করে আদেশ দিয়েছেন হাই’কোর্ট। এক যুগ আগে দু’র্নী’তি দমন ক’মিশ’নের করা ওই মা’মলায় বিচারিক আ’দালতে তার ১৩ বছরের কা’রাদ’ণ্ড হয়েছিল।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আ’দালত-৭ কে ওই মা’মলার এলসিআর উচ্চ আ’দালতে পাঠাতে বলা হয়েছে।বিচারিক আ’দালতের রায়ের বি’রু’দ্ধে হাজী সেলিমের আপিল দ্রুত শুনা’নি করতে দু’র্নী’তি দমন কমিশন একটি আবেদন করেছিল।সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি মো. মঈনুল ইস’লাম চৌধুরী ও

বিচারপতি একেএম জহিরুল হকের ভা’র্চুয়াল হাই’কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।আ’দালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে সোমবার হাই’কোর্টে এ মা’মলার আপিল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে দু’র্নী’তি দমন কমিশন (দুদক)।দু’র্নী’তি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান মঙ্গলবার যুগান্তরকে জানিয়েছিলেন, দুপুরে মা’মলার নথি আসে। বুধবার মা’মলা’টি শুনানির জন্য দিন ধার্য করতে আ’দালতে উপস্থাপন করা হবে।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বি’রু’দ্ধে লালবাগ থা’নায় অবৈ’ধভাবে সম্পদ অর্জনের অ’ভি’যোগে দু’র্নী’তি দমন কমিশন (দুদক) মা’মলা করে। এ মা’মলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কা’রাদ’ণ্ড দেন বিচারিক আ’দালত। ২০০৯ সালের ২৫ অক্টোবর তিনি রায়ের বি’রু’দ্ধে হাই’কোর্টে আপিল করেন।২০১১

সালের ২ জানুয়ারি হাই’কোর্ট এক রায়ে তার সা’জা বাতিল করেন। পরে হাই’কোর্টের রায়ের বি’রু’দ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই’কোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।