ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করায় এক কিশোরী আত্মহ-ত্যা করেছে। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলার রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে শু-ক্রবার সকালে পুলিশ মরদেহ উ-দ্ধার করে। সানজিদা আক্তার মিশু ওই এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের মেয়ে। মিশু খুলশী ওয়ারলেস কলোনি এলাকার একটি স্কু-লের নবম শ্রেণিতে পড়তেন।
খুলশী থানার মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, মিশুর পরিবারের দেয়া সূত্রানুসারে, বৃহস্পতিবার রাতে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে মি-শুর ঝগড়া হয়। এই নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করেন। এরপর পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
সকালে উঠে মিশুকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভে-ঙে রুমে ঢুকে তার বাবা দেখেন মিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহ-ত্যা করেছে। ওসি আরো জানান, সকালে খবর পেয়ে ঘ-টনাস্থ-লে গিয়ে তার মরদেহ উ-দ্ধার করে চ-ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ম-র্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন=দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। কমেডি অভিনয় করে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি। মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু হলে পরে থিতু হয়েছেন ছোটপর্দায়। অভিনয়ের পাশাপাশি একাধি নাটক রচনা ও পরিচালনা করেছেন সিদ্দিক।
ছোটপর্দায় এ অভিনেতার পথচলা শুরু ২০০৫ সালে। তারপর থেকে একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ‘কবি বলেছেন’, ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘বন্ধু এবং ভালোবাসা’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘ছাইয়া ছাইয়া’ ইত্যাদি সিদ্দিক অভিনীত জনপ্রিয় নাটক এবং ধারাবাহিকগুলোর অন্যতম। সিদ্দিকের অভিনয় জগতে আসা পছন্দ করতেন না তার বাবা-মা। অভিনয় করে প্রথম উপার্জনের টাকা মায়ের হাতে দেন তিনি। তবুও খুশি হননি তার মা। বাবা-মায়ের ভাবনা, ছেলে বুঝি খারাপ হয়ে যাচ্ছে। সিদ্দিক যখন জনপ্রিয় হয়ে ওঠেন তখন তার মা তাকে কিছুটা বুঝতে পারেন। এক সাক্ষাৎকারে কথাগুলো নিজেই জানিয়েছেন এ অভিনেতা।