ভৈরবের কুলিয়ারচর ব্রিজে পরকীয়ার সময় প্রবাসী স্বামী হাতে ধরা পড়ে স্ত্রী আয়েশা বেগম৷পরবর্তীতে ওই দিনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়ে যায়! শুরু হয় আলোচনা সমালোচনা৷
তবে সারাদেশে এত আলোচনা সমালোচনার পরেও সেই স্ত্রী আয়েশার সঙ্গেই সংসার করবেন ওমান প্রবাসী জিহান!গতকাল ওমান প্রবাসী জিহান তার ফেসবুকে স্ত্রীকে নিয়ে একটি লাইভে বিষয়টি নিশ্চিত করেছেন৷ এসময় তারা দেশবাসীর কাছে তাদের দুইজনের জন্য দোয়া চেয়েছেন৷
এ সময় ওমান প্রবাসী জিহান বলেন,আমার স্ত্রী (আয়েশা) তার ভূল বুঝতে পেরেছে এবং সে আমার কাছে ক্ষ’মা চেয়েছে সাথে সে জীবন ভি’ক্ষা চেয়েছে৷আমার স্ত্রী ঘটনার দিন রোজা রেখে ছিল,আমি তাকে ক্ষ’মা করে দিয়েছি!আপনারা ক্ষমা করে দেন৷সেদিন আমাদের দুই জনের মধ্যেই ভূল ছিল৷
আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল এবং একজনের পরিকল্পনা সম্পর্কে আরেক জনের কোন ধারণা ছিল না৷ আর পরে জানতে পারি, আমার স্ত্রী জানতেন এমডি রেজা আমার আইডি ছিল! আমি আমার ভূল বুঝতে পেরেছি এবং তাকে আমি ক্ষ’মা করে দিয়েছি৷
এসময় প্রবাসী জিহান আরও বলেন, আপনারা আমাদের দুইজনকে ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন,যেন সারাজীবন এভাবে এক সঙ্গে থাকতে পারি এবং সবার কাছে অনুরোধ,দয়া করে সবাই ওই দিনের ভিডিও ডিলেট করে দিবেন!কেউ ওই দিনের ভিডিও শেয়ার করবেন না৷