নানা প্রতিকূলতার মাঝেও গ্রামীণ লোক সংস্কৃতি মারফতি, পালাগান আকঁড়ে আছেন নওগাঁর বাউল শিল্পীরা। লোকসঙ্গীতে ছড়াচ্ছেন মুগ্ধতা। অভাব অনটনে থাকা শিল্পীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি বিশিষ্টজনদের।প্রাচীন লোকসংগীত চর্যাপদের গান কিশোরী কন্ঠে তুলে ধরেন বাউল শিল্পীরা । এক তারা, খন্জরি, মন্দিরা ও হারমোনিয়ামের সুরে উঠে আসে প্রেম বিরহের সাথে জীবনের জয়গান ।
একজন বাউল বলেন, ‘গানের মাধ্যমে আমরা আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরি।’নওগাঁর বদলগাছীর পাহাড়পুরে বাউল শিল্পীরা প্রতিকূল পরিবেশে ধরে রেখেছেন গ্রামীণ লোক সঙ্গীতের গান।তৃণমূল মানুষের জীবনের মৌলিক আবেদনগুলো গানের মাধ্যমে তুলে ধরায় পল্লীর হাটবাজারে গান শুনতে ভিড় করে মানুষ।
অপ-সংস্কৃতির আগ্রাসন রোধে প্রাচীন এ লোক সংগীত রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম এবং পাহাড়পুর ভাবনগর সাধু সংঘ চর্চা কেন্দ্রের সভাপতি মো. বাবুল আকতার বাচ্চু।চর্যাপদের গান ছাড়াও দেহতত্ত্ব, মারফতি, পালাগান জেলার বিভিন্ন জায়গায় পরিবেশন করেন ২২ জনের এ বাউল দল ।
আরো পড়ুন…শুরু হলো বাংলাদেশ বিমান বাহিনীর পঞ্চাশ বছর পূর্তির ক্ষণগণনা। সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিএএফ শাহীন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই দুটি স্মারক ডাক টিকিটের উন্মোচন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী সূবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি পালন করবে।অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের অবদান, আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা আর দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। এসময় মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠার উপর নির্মিত প্রামাণ্যচিত্র কিলোফ্লাইট ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর নির্মিত বিশেষ প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়