অবরোধ না মেনে রাস্তায় গাড়ি নিয়ে নামলেই মিলছে নাশতার প্যাকেট

বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জে অবরোধ ভেঙে সড়কে চলাচলকারী যানবাহনের চালকের হাতে তুলে দেয়া হয় সকালের নাস্তার প্যাকেট।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দিতে দেখা যায় পৌর, সদর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগের নেতাদের। এ সময় চালকদের যানবাহন চালাতে উৎসাহ দেয় নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীদের মহাসড়ক ও শহরের বিভিন্ন পয়েন্ট অবরোধের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা জানান, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ সর্বদাই মাঠে রয়েছে।

অন্যদিকে অবরোধের প্রথম দিন মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল কম থাকলেও পণ্যবাহী ট্রাক, এবং শহরের সড়কগুলোতে সিএনজি অটোরিকশা, অটোবাইক চলাচল করেছে। নিরাপত্তায় মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছে।