মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা কর্মস্থলে ফিরবে

দৃষ্টি আকর্ষণ… Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia প্রিয় অভিভাবক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ পুরোদমে এক সপ্তাহের জন্য লকডাউন ডাকা হয়েছে। এতে করে পুরো এক সপ্তাহ আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে।

আপনারা তাও নিশ্চয়ই জানেন যে চলমান Program Rekalibrasi Pulang প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ শ্রমিকরা দেশে ফিরছে, এছাড়াও My Travel Pass প্রক্রিয়ার মাধ্যমে অনেক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী তাদের কর্মস্থলে ফিরবে। সরকারের এই ঘোষণায় তাদের কপালে ভাঁজ ও চোখে মুখে অন্ধকারের ছাপ লেগে গেছে।

কোন কূলকিনারা খুঁজে পাচ্ছে না। হাজার হাজার টাকা খরচ করে নেওয়া স্পেশাল পাশের মেয়াদ, বিমান টিকিট, রি-এন্ট্রি ভিসা নিয়ে প্রত্যেকেই চরম বিপাকে আছে। এমতাবস্থায় প্রত্যেকেই আপনাদের বরাবরের মতো প্রশংসনীয় কোন এক আশার আলো জাগাবে এমন ঘোষণার অপেক্ষায় আছে।

মেয়াদ জনিত কোন সমস্যা যেন কারো না পড়তে হয়, অতি দ্রুত আপনারা উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে একটা কার্যকরী ঘোষনা দিবেন সেই অপেক্ষায় আছি। ধন্যবাদ।