মারা যাওয়ার ৮ ঘণ্টা পর বেড মিললো হাসপাতালে

করোনায় আক্রান্ত এক নারী মারা যাওয়া পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে ফোন দেয়। হাসপাতাল থেকে বলা হয়, যদি বেড চান তাহলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসুন।কিন্তু তখন আর বেডের দরকার নেই তাদের। কারণ ৮ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে ওই নারী। আর হাসপাতালের ফোন পাওয়ার দুই ঘণ্টা আগেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এর আগে মঙ্গলবার করোনা ধরা পড়ে কর্ণাটকের বেঙ্গালুরুর কাম্মানাহাল্লি বাসিন্দা রেজিনার। তার মৃদু লক্ষণ দেখা দিয়েছিল। এরপর তার পরিবার হাসপাতালে বেড খোঁজা শুরু করে। কিন্তু বেড পেতে ব্যর্থ হয় তারা। বুধবার হঠাৎ করেই রেজিনার অক্সিজেন লেভেল নেমে যেতে থাকে।

পরিস্থিতি সঙ্গীন থেকে পরিবারের সদস্যরা সারাদিন হেল্প লাইনে ফোন দেয়। কোনও মতে একবার ফোন ঢুকলেও তারা তেমন একটা পাত্তা দেয়নি। এমনকি রেজিনার অক্সিজেন লেভেল ৩৫ শতাংশে নেমে আসে। অন্তত অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্স পেতেও ব্যর্থ হয় তারা।

শেষপর্যন্ত বৃহস্পতিবার ভোরের দিকে মারা যায় রেজিনা। পরে কালপাল্লি সমাধিক্ষেত্রে রেজিনাকে সমাহিত করা হয়। তার কয়েক ঘণ্টা পর হেল্প লাইন থেকে রেজিনার পরিবারকে ফোন দিয়ে বলা হয় নাগাবারা হাসপাতালে একটি বেড ফাঁকা রয়েছে। তবে পাঁচ মিনিটের মধ্যে আসতে হবে, না হলে সেটা অন্য কাউকে দিয়ে দেয়া হবে।