মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করতে মারুতি অল্টো আমূল বদলে নতুন রূপে আসছে। শিগগির অল্টো নেক্সট জেনারেশন রিলিজ হতে পারে। জানা গেছে, মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতেই এই উদ্যোগ নিয়েছে মারুতি কর্তৃপক্ষ।২০২২ সালের শুরুতেই ভারতেই বাজারে আসতে পারে অল্টো নেক্সট জেনারেশন। একই সঙ্গে মারুতি সেলেরিও নেক্সট জেনারেশনও বাজারে আসার কথা রয়েছে।

টেস্টিং এর সময় অল্টো নেক্সট জেনারেশন কয়েকবার স্পট করা গিয়েছে। চেহারার রূপ পরিবর্তনের পাশাপাশি থাকছে অনেক ফিচার্স।নেক্সট জেনারেশন অল্টোতে রিভার্স পার্কিং সেন্সর, ড্রাইভার অ্যান্ড কো-ড্রাইভার সিট বেল্ট রিমাইন্ডার, সপিড অ্যালার্ট সিস্টেম, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, হোল এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিসট্রিবিউশন থকতে পারে।