করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এমপি ফারুক চৌধুরীর মা

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর মা মঞ্জুরা বেগম চৌধুরী (৮৭) করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৬ এপ্রিল) বাদ মাগরিব এমপি’র মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার দুপুরে রাজশাহী কাদিরগঞ্জ ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে কাদিরগঞ্জ পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

জানা যায়, ফারুক চৌধুরী এমপি এবং তাঁর মা করোনা আক্রান্ত ছিলেন। তাঁর মায়ের অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থেকে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ঢাকায় আনোয়ার খান মর্ডাণ হাসপাতালের আইসিইউ‘তে ১০দিন ধরে চিকিৎসাধীন ছিলেন মঞ্জুরা বেগম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওমর ফারুক চৌধুরীর মা জাতীয় চার নেতার অন্যতম নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন কামরুজ্জামানের বোন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি খায়রুজ্জামান লিটনের ফুপু ছিলেন।

ওমর ফারুক চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান প্রমুখ।

এ ছাড়াও তানোর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সুধীবৃন্দ মরহুমার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।