ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রবিবার (৯ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ দাবি মেনে নিলে প্রায় এক ঘণ্টা পর সড়ক ছেড়ে চলে যান শ্রমিকরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার শ্রমিকরা জানান, স্থানীয় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে সাতদিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনদিনের ছুটি বাড়ানো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি সোয়েটার কারখানার শ্রমিকরা। বাধ্য হয়েই আন্দোলনে নামেন তারা। এ সময় কারখানার মহাব্যবস্থাপক নুরশেদ আলম বলেন, ‘কারখানার প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাতদিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ।

কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।’ এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘কারখানা শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক থেকে চলে যান।’