বগুড়ার শিবগঞ্জে রিক্সা চালকের স্ত্রী তিন সন্তান রেখে এক গৃহবধু প্রে’মিকের হাত ধরে উ’ধাও হয়েছে এ ঘ’টনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হযেছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে শিবগঞ্জ থা’নার অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘট’নায় স্বামী আবু সালেহ রোববার রাতে একটি লিখিত অ’ভিযোগ দায়ের করে।
অ’ভিযোগ সুত্রে জা’নাযায়, উপজেলার আটমূল ইউনিয়নের ফেনিগ্রামের রিক্সা চালক আবু সালেহ এর পার্শ্ববর্তী ম’য়দানহাট্টা ইউনিয়নের বাকসন পূর্বপাড়া গ্রামের সেলিমের ছেলে আল আমিন (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রিক্সা চালকের স্ত্রী প্রেমিক আল আমিনের হাত ধরে গতকাল রোববার বিকালে উ’ধাও হয়।
এ ব্যাপারে রিক্সা চালক আবু সালেহ বলেন, ওই গৃহবধুর আল আমিন এর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে তার সন্তানদের রেখে চলে যান। অবশেষে শিবগঞ্জ থা’নায় অ’ভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থা’না অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে অ’ভিযোগ পেয়েছি ত’দন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।